আরও দুই মরসুম ইস্টবেঙ্গলে থাকছেন সৌভিক চক্রবর্তী! বড় বার্তা অস্কার-সিংটোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইমামি ইস্টবেঙ্গল এফসি এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করা হয়েছে। ফলে ২০২৬-২৭ মরসুম পর্যন্ত লাল-হলুদের জার্সিতেই দেখা যাবে তাঁকে।
২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন সৌভিক। এরপর থেকে দলের নেতৃত্বের স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৬৫টি ম্যাচে ৪৬০১ মিনিট খেলে ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন। ২০২৪-২৫ মরসুমে সব মিলিয়ে ২৮টি ম্যাচে খেলেন তিনি, যার মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগে ভুটানে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ৪-০ গোলে জয়ের ম্যাচে আসে তাঁর একমাত্র গোল।
আইএসএল ২০২৪-২৫ মরসুমে সৌভিকের পরিসংখ্যান যথেষ্ট প্রশংসনীয় – ২০টি ম্যাচে ১৫৬০ মিনিট খেলে ৬৬টি রিকভারি, ২১টি ক্লিয়ারেন্স, ১৯টি ইন্টারসেপশন, ৪৪টি সফল ডুয়েল, ১২টি সফল এরিয়াল ডুয়েল এবং ৭৮ শতাংশ পাসিং অ্যাকুরেসি।
চুক্তি নবিকরণ প্রসঙ্গে ক্লাবের হেড অফ ফুটবল থাংবই সিংতো বলেন, “সৌভিক একজন স্থানীয় প্রতিভা যিনি ক্লাবের মূল আদর্শকে প্রতিনিধিত্ব করেন। তাঁর অভিজ্ঞতা ও পেশাদারিত্ব থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারে।”
হেড কোচ অস্কার ব্রুজ়ো বলেন, “সৌভিক শুধু একজন দুর্দান্ত ফুটবলার নন, তিনি আমাদের ক্লাব সংস্কৃতির প্রতীক। তাঁর মতো পেশাদার খেলোয়াড়কে দলে রাখা আমাদের জন্য সম্মানের।”
চুক্তি নবায়নে উচ্ছ্বসিত সৌভিক নিজেও বলেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলা সবসময় গর্বের। আগামী দু’বছর আরও ভালো খেলার চেষ্টা করব এবং জুনিয়রদের অনুপ্রাণিত করতে চাই। জয় ইস্টবেঙ্গল!”