কূটনৈতিক টানাপোড়েনের জেরে সম্ভবত বাতিল বিরাট কোহলি, রোহিত শর্মার প্রত্যাবর্তনের সিরিজ! জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক; ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতের আসন্ন সাদা বলের বাংলাদেশ সফর প্রায় নিশ্চিতভাবেই বাতিল হতে চলেছে। ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সিরিজ কার্যত ‘বাতিল’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজটি ভবিষ্যতে পুনর্নির্ধারণের আশা করলেও, আপাতত সিরিজটির সম্প্রচার স্বত্বের বিক্রিও বন্ধ রেখেছে।
বিসিবির এক কর্তা ক্রিকবাজকে বলেছেন, “আমরা এখনই কিছু তাড়াহুড়ো করব না। বাজার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেব। বিভিন্নভাবে চুক্তি করা যেতে পারে।” প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতীয় সম্প্রচারকারীদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে সিরিজটি হচ্ছে না।
এক ভারতীয় সম্প্রচার সংস্থার প্রতিনিধি ক্রিকবাজকে জানিয়েছেন, “তারা আমাদের জানিয়েছে, ভারত সিরিজ হচ্ছে না। টেন্ডার ডাকার পরও তারা আইটিটি দেয়নি। আপাতত তারা কেবল পাকিস্তান সিরিজের জন্যই সম্প্রচার স্বত্ব বিক্রি করছে।”
উল্লেখ্য, পহেলগাওতে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের ভূমিকাও লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সিরিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে অনুমান।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, “ভারত সিরিজের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। তারা (বিসিসিআই) জানিয়েছে, আগস্টে তাদের পক্ষে বাংলাদেশে আসা কঠিন। এটা এফটিপি’র অংশ হলেও আপাতত এগোচ্ছে না।”
বিসিবি এখনও ভারতের সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। তবে ভারতীয় পক্ষ এখনও কোনও প্রতিশ্রুতি দেয়নি। প্রতিবেদন বলছে, “ভারতের বর্তমান মনোভাব বাংলাদেশ সফরের পক্ষে অনুকূল নয়। দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের জেরে ভারতীয় সরকার বিসিসিআইকে এই সফর না করার পরামর্শ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিরিজে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে কথোপকথন থেকেই এই বার্তা উঠে এসেছে।”
এক বিসিসিআই সূত্র এএনআইকে জানিয়েছে, “ভারতের বাংলাদেশ সফর বাতিল হয়ে যেতে পারে, কারণ সরকার থেকে পরামর্শ এসেছে সফরে না যেতে। পরিস্থিতি অনুকূল নয়। এর বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
অন্যদিকে এনডিটিভিকে মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ভারত সরকার পাকিস্তান হকি দলকে আগামী মাসে ভারতেই আয়োজিত এশিয়া কাপ ও জুনিয়র ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণে বাধা দেবে না। উক্ত সূত্রের বক্তব্য, “ভারতে অনুষ্ঠেয় বহুজাতিক প্রতিযোগিতায় পাকিস্তানকে নিষেধাজ্ঞা দিলে তা অলিম্পিক চার্টারের লঙ্ঘন হবে। তাই পাকিস্তানের দলগুলোকে খেলতে বাধা দেওয়া হবে না।”