রাষ্ট্রপতির হাত ধরে সূচনা ১৩৪তম ডুরান্ড কাপ ২০২৫-এর | শুরু ট্রফি ট্যুর, পাঁচ রাজ্যে হবে ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের ফুটবল ইতিহাসের গর্ব ও ঐতিহ্যের প্রতীক, ডুরান্ড কাপ আবারও ফিরে এলো জাঁকজমকপূর্ণ আয়োজনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ-অফ করলেন ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ ২০২৫-এর তিন ঐতিহ্যবাহী ট্রফি — ডুরান্ড কাপ, রাষ্ট্রপতি কাপ ও শিমলা ট্রফি।
টুর্নামেন্টের সূচনা পর্বে উপস্থিত ছিলেন:
⚽ এই প্রথম পাঁচ রাজ্যে আয়োজন ডুরান্ড কাপের ম্যাচ!
এই বছর ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে পাঁচটি রাজ্যে –
➡️ পশ্চিমবঙ্গ
➡️ ঝাড়খণ্ড
➡️ আসাম
➡️ মেঘালয়
➡️ মণিপুর
টুর্নামেন্ট শুরু – ২৩ জুলাই ২০২৫
গ্র্যান্ড ফাইনাল – ২৩ আগস্ট ২০২৫
ট্রফিগুলি এখন দেশের বিভিন্ন ফুটবলপ্রেমী রাজ্যে ট্রফি ট্যুরে রওনা দেবে, যেখানে ফুটবলপ্রেমীরা এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার অংশ হতে পারবেন।
১৮৮৮ সালে শিমলায় শুরু হওয়া ডুরান্ড কাপ বর্তমানে এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট আজও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উদীয়মান প্রতিভা তুলে আনার অন্যতম প্ল্যাটফর্ম।