নতুন চুক্তিতে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গেই থাকছেন নিকো উইলিয়ামস, বার্সেলোনার আগ্রহে মোড় ঘোরানো চমক

Photo-X
এক্সট্টা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার অ্যাথলেটিক বিলবাও ঘোষণা করেছে যে, স্পেনের প্রতিভাবান উইঙ্গার নিকো উইলিয়ামস ২০৩৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন এই চুক্তিতে তার রিলিজ ক্লজ ৫০ শতাংশ বেড়েছে, যা লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার মতো ক্লাবগুলোর আগ্রহের বিরুদ্ধে এক বড় ধাক্কা।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই চুক্তি এক বিশাল সাফল্য, কারণ ২২ বছর বয়সী উইলিয়ামসের জন্য বিপুল অঙ্কের প্রস্তাব এসেছিল।”
নিকো উইলিয়ামস বলেছেন, “যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদয়। আমি যেখানে থাকতে চাই, সেখানেই আছি। আমার মানুষদের সঙ্গে আছি, এটাই আমার ঘর।”
বড় ভাই ইনিয়াকি উইলিয়ামসের সঙ্গে খেলতে খেলতেই নিকো ক্লাবের যুব দল থেকে সিনিয়র দলে উঠে এসেছেন এবং এখন তিনি দলের মূল তারকা। গত পাঁচ মরশুমে প্রথম দলের হয়ে ৩১টি গোল করেছেন তিনি।
নিকোর দুর্দান্ত উইং প্লে অ্যাথলেটিক বিলবাওকে ২০২৪ কোপা দেল রে জিততে সাহায্য করেছে—যা ক্লাবটির ৪০ বছর পর এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জয়। সেই সঙ্গে ২০২৫/২৬ চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছে তারা।
নিকো উইলিয়ামসকে ঘিরে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর ছিল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনা ও আর্সেনালের সঙ্গে তার নাম জড়িয়েছিল।
জাতীয় দলের হয়েও নিয়মিত সদস্যে পরিণত হওয়া নিকো ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতা ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন, যা তার কেরিয়ারে আরেকটি বড় পালক যোগ করেছে।