এনসি ক্লাসিক প্রথমে হরিয়ানায় করার পরিকল্পনা ছিল, জানালেন নীরজ চোপড়া… কিন্তু…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক; ভারতের ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া স্বভাবতই উত্তেজিত, কারণ শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে তাঁর স্বপ্নের জ্যাভলিন প্রতিযোগিতা – এনসি ক্লাসিক। শুরুতে এই প্রতিযোগিতা ২৪ মে, হরিয়ানার পঞ্চকুলায় আয়োজনের পরিকল্পনা ছিল, তবে আন্তর্জাতিক সম্প্রচারের জন্য প্রয়োজনীয় আলো এবং পরিকাঠামোর অভাবে পরে তা বেঙ্গালুরুতে স্থানান্তরিত হয়। পাশাপাশি, পাহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে অনুষ্ঠানটি স্থগিত হয়ে যায়।
এনডিটিভকে দেওয়া এক সাক্ষাৎকারে নীরজ বলেন, এই প্রতিযোগিতা অবশেষে বাস্তব রূপ নিচ্ছে, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া।
নীরজ বলেন, "সবচেয়ে বড় কথা, এই ইভেন্টটা হচ্ছে, এটাই খুশির বিষয়। এত কম সময়ে এত কিছু হবে ভাবিনি। কর্নাটক সরকার অনেক সাহায্য করেছে, ভারত সরকার, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স—সবাই অনেক সাহায্য করেছে। জেএসডাব্লিউ দলও দারুণ কাজ করছে। এই প্রতিযোগিতা হওয়াটাই আমার কাছে বড় ব্যাপার। অ্যাথলিটরাও খুব উপভোগ করছে। আমি চিন্তিত ছিলাম ওরা কেমন অনুভব করবে, কিন্তু সবাই খুশি।”
তিনি জানান, এই প্রতিযোগিতা হরিয়ানাতেই করার পরিকল্পনা ছিল, কারণ সেটাই তাঁর নিজের রাজ্য এবং সেখানকার মানুষ এই ইভেন্ট দেখতে মুখিয়ে ছিলেন। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।
নীরজ বলেন, "আমি হরিয়ানার ছেলে, অনেকে চেয়েছিল এই ইভেন্টটা ওখানেই হোক। কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যা, বিশেষ করে আলো সংক্রান্ত সমস্যা ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিই যে বেঙ্গালুরুই উপযুক্ত জায়গা। এখানকার আবহাওয়া এবং অন্যান্য বিষয়গুলিও আমাদের সিদ্ধান্তে সহায়ক হয়। ট্র্যাভেল প্ল্যানও অ্যাথলিটদের জন্য সহজ হয়েছে।”
এই এনসি ক্লাসিকের প্রথম সংস্করণ হলেও, ভবিষ্যতে আরও অনেক ছেলেমেয়েকে অনুপ্রাণিত করতে চান নীরজ। তিনি চান সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানও এই ধরনের ক্রীড়া ইভেন্টকে আরও বেশি করে সমর্থন করুক। নীরজ বলেন, "ইভেন্ট হওয়া একটা দিক, কিন্তু আসল বিষয়টা হল একটা প্রভাব তৈরি করা। সরকারকে আরও বেশি করে এই ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে বাচ্চারা অনুপ্রাণিত হয়। আরও বেশি সমর্থন প্রয়োজন আমাদের।”
শেষে তিনি বলেন, "আমি বেঙ্গালুরুতে অনেক সময় ট্রেনিং করেছি। এখানকার মানুষ অনেক সমর্থন করে।”
এই ভাবনাতেই গড়ে উঠছে নীরজ চোপড়ার এনসি ক্লাসিক – এক নতুন দিশা ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড জগতে।