ভারতের বাংলাদেশ সফর পিছিয়ে ২০২৬-এ, কী কারণে বদলাল সূচি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০২৫ সালের আগস্টে নির্ধারিত সাদা বলের ক্রিকেট সিরিজ এক বছর পিছিয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, এই সিরিজটি এখন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।
মূলত দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক ব্যস্ত সূচি এবং ক্রিকেটারদের সুবিধার কথা মাথায় রেখে এই সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিরিজে ছিল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী বছর নয়, এখন তা হবে ২০২৬ সালে। বিসিবির তরফে জানানো হয়েছে, তারা ভারতকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আতিথ্য দিতে মুখিয়ে রয়েছে এবং এটি এক প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ হবে বলে আশা করা হচ্ছে।
???? নতুন সূচি ও ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দুই বোর্ড।
এই সিরিজ ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই এখন আগ্রহ বেড়েছে—২০২৬ সালের সেই নতুন সূচিতে কারা জায়গা করে নেন জাতীয় দলে।