১৪ বছর বয়সেই বিশ্ব রেকর্ড! বৈভব সূর্যবংশীর ব্যাটে তাণ্ডব, ৫২ বলে সেঞ্চুরি করে ছাড়ালেন পাকিস্তানি কিংবদন্তিকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মাত্র ১৪ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে হৈচৈ ফেলে দিল বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ যুব একদিনের ম্যাচে ৫২ বলে শতরান করে বিশ্ব রেকর্ড গড়ল এই ভারতীয় তরুণ। শনিবার, উরচেস্টারে আয়োজিত ম্যাচে সূর্যবংশী ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ডকে টপকে গেলেন।
এই ইনিংসে বৈভব সূর্যবংশী ৭৮ বলে ১৪৩ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ১৩টি চার এবং ১০টি ছয়। এই ইনিংসের মাধ্যমে তিনি চলতি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে উঠেছেন—মাত্র চার ম্যাচে করেছেন ৩০৬ রান।
এর আগের ম্যাচেই সূর্যবংশী অল্পের জন্য ভাঙতে পারেননি ঋষভ পন্থের ভারতের হয়ে সবচেয়ে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড। সূর্যবংশী যেখানে ২০ বলে অর্ধশতরান করেন, পন্থ ২০১৬ সালে নেপালের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১৮ বলে।
তৃতীয় যুব একদিনের ম্যাচে, সূর্যবংশী মাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ৬টি চার ও ৯টি ছয়। স্ট্রাইক রেট ছিল ২৭৭-এরও বেশি।
বৈভব সূর্যবংশী ২০২৫ আইপিএল মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন এবং ছিলেন আসরের অন্যতম চমক। ৭ ম্যাচে ২৫২ রান করার পাশাপাশি একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। তবে ক্রিকেটবিশ্বকে সবচেয়ে চমকে দিয়েছিল তাঁর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে করা ৩৮ বলে ১০১ রানের ইনিংস, যা তাঁকে ইতিহাসের কনিষ্ঠতম টি-২০ সেঞ্চুরিয়ানে পরিণত করেছে।
মাত্র ১৪ বছর বয়সে তাঁর ৩৫ বলে সেঞ্চুরি এখন আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরান। এই নজিরবিহীন কৃতিত্বের ফলে ভৈভব সূর্যবংশীকে নিয়ে এখনই উত্তেজনা তুঙ্গে। তাঁকে ঘিরে ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।