ছোটদের বিশ্বকাপে দুরন্ত নজির বাংলার দুই দাবাড়ুর, জিতল সোনা ও রুপো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফিডে আয়োজিত বয়সভিত্তিক দাবা বিশ্বকাপে দুরন্ত নজির গড়েছেন বাংলার দুই দাবাড়ু সর্বার্থ মণি ও ঐশিক মণ্ডল। জর্জিয়ার বাদুম শহরে ৯ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১০ ক্যাডেট বিভাগে সোনা পায় সর্বার্থ মণি। একই বিভাগে রুপো পদক পায় ঐশিক মন্ডল।
অনূর্ধ্ব ১০ বিভাগে ক্লাসিকাল গেমের স্টেজ ২-এ সর্বার্থ দু’বার ঐশিকের সঙ্গে ড্র করে। পরের দুটো র্যাপিড রাউন্ড জিতে সোনার পদক পায় সর্বার্থ, রুপো পায় ঐশিক। দুজনের সাফল্যে এক্স হ্যান্ডলে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনূর্ধ্ব ১০ বিভাগ ছাড়াও এই বিশ্বকাপে অনূর্ধ্ব ৮ ও অনূর্ধ্ব ১২ বিভাগেও খেলা হয়েছে। সেখানে সাফল্য পেয়েছে ভারতের খুদে দাবাড়ুরা। সব মিলিয়ে ভারতের ঝুলিতে মোট সাতটি পদক। তিনটি সোনা ছাড়াও জিতেছে দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ।