বুমরাহকে আদর্শ মানত, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হারিয়েছে দুই হাত—এবার তিরন্দাজিতে নজর কাড়ছে ৬ বছরের আয়ুষ

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্যারালিম্পিক্স ২০২৪-এ শীতল দেবীর সাফল্যের ঠিক এক বছরের মধ্যেই আরেক ভারতীয় প্যারা-তিরন্দাজ উঠে এল আলোচনায়। মাত্র ৬ বছর বয়সি আয়ুষ কুমার, যিনি হরিয়ানার ফারিদাবাদের বাসিন্দা, এক ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারিয়েছেন তাঁর দুই হাত। সেই দুর্ঘটনার আগেই তাঁর স্বপ্ন ছিল ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটার হওয়ার। কিন্তু এখন তিনি উঠে এসেছেন এক প্রতিভাবান প্যারা-তিরন্দাজ হিসেবে, ছোট্ট বয়সেই গড়ে তুলেছেন বড় স্বপ্ন।
আয়ুষের কোচ কুলদীপ বেদওয়ান বলেন, “আমি যখন ওকে প্রথম দেখি, তখনই ঠিক করি যে ওকে তিরন্দাজির প্রশিক্ষণ দেব। মনে হয়েছিল ও এটা পারবে। এরপর ওকে স্কাউটিংয়ের জন্য ডাকি। গ্রীষ্মকালীন ক্যাম্পে ও আসে এবং সেখানেই প্রশিক্ষণ শুরু হয়। আমি আশাবাদী যে যখন ওর বয়স ১২ হবে, তখন ও ভারতীয় দলে থাকবে।”
১৮ বছর বয়সি শীতল দেবী প্যারা-তিরন্দাজদের মধ্যে একটি নতুন আশা জাগিয়েছেন। তিনিও হাতহীন অবস্থায় অসাধারণ দক্ষতার মাধ্যমে এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। এমনকি প্যারালিম্পিক্স ২০২৪-এ মিক্সড টিম কম্পাউন্ড বিভাগে ব্রোঞ্জও জয় করেন।
২০২৪ সালের ১২ জুলাই, আয়ুষের জীবন আচমকা বদলে যায়। তার মা বলেন, “সে বলেছিল, মামার বাড়িতে খেলতে যাচ্ছে। কিন্তু কী যে হলো, কিছু বুঝতে পারিনি। হঠাৎ বিকট শব্দ হয়েছিল। তখনই জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তখন থেকেই আমাদের দুঃস্বপ্ন শুরু হয়।”
উত্তরপ্রদেশের বাগপতের ধনৌরা টিকরি গ্রামে কোচ বেদওয়ানের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে আয়ুষ। সেখানেই সে পরামর্শ পেয়েছে অভিজ্ঞ প্যারা-তিরন্দাজ পায়েল নাগের কাছ থেকে। যিনি সম্প্রতি ৬ষ্ঠ জাতীয় প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে শীতল দেবীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
পায়েল বলেন, “ওর সঙ্গে অনেক কথা হয়েছে। খুব সাহসী একটা ছেলে। এত কম সময়ের মধ্যে এত কিছু করছে, সামনে এগিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা রয়েছে। আমি নিশ্চিত, ও একদিন অনেক দূর যাবে।”
বুমরাহ ছাড়াও বিরাট কোহলি এবং রোহিত শর্মার বড় ভক্ত আয়ুষ। এখন ক্রিকেট নয়, তিরন্দাজির মধ্যেই সে খুঁজে নিচ্ছে জীবনের নতুন লক্ষ্যে পৌঁছনোর রাস্তা।