দিল্লিতে সুব্রত কাপ খেলবে বাংলার মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ, নন্দঝাড় তপশিলি বিদ্যালয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ হল ৬৪ তম রাজ্য পর্যায় সুব্রত কাপের অনূর্ধ্ব-১৫ বালক এবং অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে ঝাড়গ্রাম এর মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ পূর্ব বর্ধমানের কৃষ্ণদেবপুর হাই স্কুলকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
এই ম্যাচে একমাত্র গোলটি করে মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র বুদ্ধ মুর্মু। এই ম্যাচে সেরা খেলোয়াড় হন মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের ফাগুন মুর্মু এবং এই টুর্নামেন্টের সেরা গোলকিপার হন পূর্ব বর্ধমানের কৃষ্ণদেব পুর হাই স্কুলের ছাত্র কৃশানু দেবনাথ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছে্ন মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র বুদ্ধ মুর্মু।
অন্য একটি খেলায় অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে উত্তর দিনাজপুরের নন্দঝাড় তপশিলি বিদ্যালয় দক্ষিণ দিনাজপুরের সরলা ভূপেন্দ্রনাথ সরকার হাই স্কুল কে টাই বেকারে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। ম্যান অফ দ্যা ম্যাচ হয় নন্দঝার তপশিলি বিদ্যালয় লাভলী মন্ডল। সর্বোচ্চ গোলদাতা হয়েছে নন্দঝার তপশিলি বিদ্যালয়ের নিহা বারুই গোল করে এই শিরোপা উজন করে এই টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছে নন্দঝার তপশিলি বিদ্যালয়-এর সুস্মিতা সিংহ।