হরিয়ানার টেনিস খেলোয়াড়ের খু নে শোকাহত নীরজ চোপড়া, দিলেন বড় বার্তা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মর্মান্তিক হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের ক্রীড়াঙ্গন। হরিয়ানার জাতীয় স্তরের এই টেনিস খেলোয়াড়কে নিজের বাবা গুলি করে হত্যা করেন, অভিযোগ উঠেছে তাঁর টেনিস অ্যাকাডেমি চালানো নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে। গুরগাঁওয়ের সেক্টর ৫৭-এর বাসিন্দা রাধিকা একটি টেনিস অ্যাকাডেমি পরিচালনা করতেন।
এই হৃদয়বিদারক ঘটনার পর হরিয়ানারই আরেক তারকা, অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এন্ডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি এর আগেও কয়েকজনের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলাম। হরিয়ানা থেকে অনেক মহিলা অ্যাথলিট দেশের জন্য দারুণ কাজ করছেন। পরিবারে একে অপরকে সমর্থন করা উচিত। যারা ভালো করছেন, তাদের আদর্শ হিসেবে দেখা উচিত, অনুসরণ করা উচিত।”
গুরগাঁও পুলিশ পিআরও সন্দীপ কুমার এএনআই-কে জানান, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে দেখে ২৫ বছর বয়সী এক তরুণী রাধিকা যাদবকে গুলি করা হয়েছে। পরে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে জানতে পারে তিনি একজন জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় এবং একটি টেনিস অ্যাকাডেমি চালাতেন।”
পুলিশ আরও জানিয়েছে, “রাধিকার বাবা দীপক যাদব (৪৯) তাকে গুলি করে খুন করেন। গ্রেফতারের পর তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাধিকার অ্যাকাডেমি চালানো নিয়ে বাবা দীপক অসন্তুষ্ট ছিলেন। তিনি মেয়েকে বারবার তা বন্ধ করতে বলেন। কিন্তু রাধিকা রাজি না হওয়ায় ক্ষোভে গুলি চালান। খুনে ব্যবহৃত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তদন্ত চলছে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপক পুলিশকে জানিয়েছেন, তিনি মেয়ের উপার্জনের উপর নির্ভরশীল হওয়ার জন্য পরিবার ও সমাজের কটাক্ষ সহ্য করছিলেন। সেই কারণে তিনি বহুবার রাধিকাকে অ্যাকাডেমি বন্ধ করতে বলেন। মেয়ে কথা না শুনায় শেষমেশ রাগের মাথায় এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন।
এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়ামহলে। প্রশ্ন উঠছে, একজন মেয়ে যখন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পাচ্ছিলেন, তখন কীভাবে তাঁর স্বপ্ন এত নির্মমভাবে চুরমার হয়ে গেল!