লর্ডসে বিতর্ক! আম্পায়ারের উপর চটে গেলেন শুভমন গিল, গাভাসকরও ক্ষুব্ধ, ডিউক বল নিয়ে ফের বিতর্ক ভারত-ইংল্যান্ড টেস্টে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডিউক বল। খারাপ মানের বল নিয়ে ভারত অধিনায়ক শুভমন গিল ও পেসার মহম্মদ সিরাজের সঙ্গে আম্পায়ারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৃহস্পতিবার ৮০ ওভারের মাথায় নেওয়া হয় দ্বিতীয় নতুন বল, কিন্তু পরদিন শুক্রবারই ভারতীয় শিবির সেই বলের গুণমান নিয়ে অসন্তোষ প্রকাশ করে।
বলটি হুপ টেস্টে উত্তীর্ণ হতে না পারায় আম্পায়াররা তা পরিবর্তন করেন। কিন্তু পরিবর্তিত বল নিয়েও ক্ষুব্ধ ছিলেন গিল। তাকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতেও দেখা যায়। “এটা ১০ ওভারের পুরনো বল?”— স্টাম্প মাইকে শোনা যায় সিরাজের প্রশ্ন। গিল এতটাই রেগে যান যে আম্পায়ারের হাত থেকে বল টেনে নিয়ে নেন। তবে আম্পায়ার তার যুক্তি মেনে নেননি।
কমান্ট্রি বক্স থেকে সুনীল গাভাসকরও সরাসরি বলের মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এটা তো ১০ ওভারের বল নয়, ২০ ওভারের পুরনো বল বললে বেশি ঠিক হয়।”
এ নিয়ে এই সিরিজে বেশ কয়েকবার বল পরিবর্তনের ঘটনা ঘটেছে। এর আগেই ভারতীয় সহ-অধিনায়ক ঋষভ পন্থ প্রকাশ্যে ডিউক বলের মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেন, “আমি এরকম আগে কখনও দেখিনি। বল এত তাড়াতাড়ি আকৃতি হারাচ্ছে, এটা বড় সমস্যা। খেলোয়াড়দের জন্য এটা খুব বিরক্তিকর।”
পন্থ আরও বলেন, “গেজ (বল পরিমাপের যন্ত্র) কুকাবুরা হোক বা ডিউক, একটাই হওয়া উচিত। বল এতবার আকার হারালে সেটা ব্যাটসম্যানদের জন্য আলাদা রকম চ্যালেঞ্জ তৈরি করে। বল নরম হয়ে গেলে সুইং বা মুভমেন্ট থাকে না, আবার বল বদলালেই আচমকা বল অনেক বেশি নড়াচড়া করে। এটা খেলার পক্ষে মোটেই ভালো নয়।”
সিরিজ জুড়েই ডিউক বলের মান নিয়ে চলেছে বিস্তর বিতর্ক। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল টেস্ট ক্রিকেটে ব্যবহৃত বলের মান ও প্রস্তুতকারক সংস্থার দায়িত্ব।