ডুরান্ডে পূর্ণ সম্মতি মোহনবাগানের! ফেডারেশনকে বিশেষ চিঠি বাগান ম্যানেজমেন্টের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জল্পনার অবসান। অবশেষে ডুরান্ড খেলতে আর কোনও সমস্যা নেই মোহনবাগানের। যৌথ বৈঠকে সহমত ডুরান্ড কমিটি ও মোহনবাগান। ইতিমধ্যে সূচি ঘোষণা হয়ে গিয়েছিল ডুরান্ডের। সেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এক গ্রুপে ছিল না। বিগত কয়েক বছর ডুরান্ডে যেটা হয়েছিল। মোহনবাগান ডুরান্ডে খেলবে না এমন একটা কথা দীর্ঘদিন শোনা গেলেও উভয় পক্ষই একটি সমঝোতা আসার কথা চিন্তা করেছিল।
তবে ডুরান্ড কখনও খেলবে না মোহনবাগান সেটা কিন্তু তারা বলেনি। সূত্রের খবর অনুযায়ী, চারটি বিষয়ে মোহনবাগান ডুরান্ডকে চিঠি দিয়ে জানিয়েছিল এগুলো পেলে তাদের ডুরান্ড খেলতে আর কোনও সমস্যা নেই। তার মধ্যে প্রধান এবং সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু ডুরান্ডের জন্য যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ড এখন সম্পূর্ণ ডুরান্ড কমিটির আওতায় তাই মোহনবাগানের অনুশীলনের সমস্যা হচ্ছে। সেই অনুশীলনের সমস্যা যাতে না হয় সেই কারণেই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড তারা চেয়েছে এবং এই প্র্যাকটিস গ্রাউন্ড মোহনবাগানকে দেওয়া হতে চলেছে অনুশীলনের জন্য। যে কারণে মোহনবাগানের বিশেষ কোনো সমস্যা থাকছে না, খেলার জন্য।
ডুরান্ডের টিকিট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের কিছু বক্তব্য ছিল। কিন্তু উভয় পক্ষ বসে সেই বিষয়গুলো সমাধান হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। এরকম কয়েকটি বিষয়ে শর্ত দিয়েছিল মোহনবাগান। তার মধ্যে একটি শর্ত ছিল দুটো দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল একই গ্রুপের খেলবে না। যদি দেখা হয় দুই দলের তাহলে নকআউট এই দেখা হবে। সে বিষয়ে আগেই ডুরান্ড কমিটির সহমত হয়েছিল মোহনবাগানের সঙ্গে।
এদিকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, যদিও এটা ডুরান্ড কমিটির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যে ডুরান্ড কাপেও এবার ভারতীয় ফুটবলার খেলানো হোক, বিদেশী ছাড়াই ডুরান্ড চলুক। দেশীয় খেলোয়াড়রা আইএসএলে সুযোগ পান না বিদেশি খেলোয়াড়দের দাপাদাপিতে। এই মর্মে মোহনবাগান সুপার জায়ান্ট ফেডারেশনকে চিঠিও দিয়েছে যে পরবর্তীতে ডুরান্ড শুধুমাত্রই ভারতীয় খেলোয়াড়দের জন্যই রাখা হোক।