আইএসএল ২০২৫–২৬ মরসুম স্থগিত, চুক্তি অনিশ্চয়তায় ক্লাবগুলিকে চিঠি FSDL-এর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫–২৬ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) ক্লাবগুলিকে এক চিঠিতে জানিয়েছে, আপাতত নতুন মরসুম স্থগিত রাখা হয়েছে।
মূলত এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) ও এফএসডিএলের মধ্যে থাকা মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (এমআরএ) চুক্তি ২০২৫ সালের ৮ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে আইএসএলের মরসুম। এমআরএ-এর মেয়াদ মাঝপথে শেষ হয়ে যাওয়ায় এই পরিস্থিতিতে আগামী মরসুমের জন্য পরিকল্পনা, সংগঠন কিংবা বাণিজ্যিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে এফএসডিএল।
এফএসডিএল-এর তরফে জানানো হয়েছে, কয়েক মাস আগে থেকেই চুক্তি নবীকরণের আলোচনা শুরু হলেও এখনও পর্যন্ত কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তাই ২০২৫–২৬ মরসুম আপাতত স্থগিত রাখা ছাড়া তাদের হাতে আর কোনও উপায় নেই।
এফএসডিএল জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সমস্ত ক্লাবকে সময়মতো ও স্বচ্ছভাবে আপডেট দেওয়া হবে। পাশাপাশি ক্লাবগুলিকে পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিকল্পনা করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
শেষে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে ক্লাবগুলির বোঝাপড়া এবং সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ।