রোনাল্ডোকে দাবার বোর্ডে ওপেন চ্যালেঞ্জ জানালেন ম্যাগনাস কার্লসেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একজন ফুটবলের কিংবদন্তি, অপরজন দাবার কিংবদন্তি - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ম্যাগনাস কার্লসেন নিজেদের মেরুতে সেরার জায়গায় রয়েছেন। তবে এবার রোনাল্ডোকে নিজের জগতে ওপেন চ্যালেঞ্জ জানালেন কার্লসেন।
বর্তমানে সৌদি আরবের রিয়াধে ইস্পোর্টস বিশ্বকাপের জন্য রয়েছেন কার্লসেন। আগামী ২৯-৩১ জুলাই ইস্পোর্টস বিশ্বকাপে চেস টুর্নামেন্টে অংশ নেবেন কার্লসেন। সেখানে কার্লসেন আশা রাখছেন যাতে রোনাল্ডো সেখানে তাঁর সঙ্গে দাবা খেলবেন। বর্তমানে আল নাসেরে খেলার সুবাদে রিয়াধে রয়েছেন রোনাল্ডোও।
একটি সাক্ষাৎকারে কার্লসেন রোনাল্ডোকে নিয়ে বলেছেন, "আমি ব্যক্তিগতভাবে জানি না রোনাল্ডো দাবার বোর্ডে কী করেছেন। কিন্তু উনি জীবনে যা করেছেন, বিশেষ করে নিজের ফুটবল কেরিয়ারে, সেটা অসাধারণ। আমি খুবই সম্মানিত বোধ করব যদি আমি ওনার সঙ্গে দাবা খেলতে পারি।"
শুধু দাবা নয়, ফুটবল নিয়েও মেতে থাকেন কার্লসেন। অনলাইনে প্রায়ই ফুটবল গেম খেলে থাকেন। ২০১৯ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের অফিশিয়াল ফ্যান্টাসি ফুটবলে নিয়মিত উপরের দিকে থাকেন কার্লসেন। এর আগে তারকা ইংরেজ সাইডব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নোল্ডের সাথে দাবা খেলেছেন কার্লসেন, যেখানে মাত্র ১৭টি চালে জিতেছিলেন।