২৭ রানে অলআউটের লজ্জায় পুড়েছে ওয়েস্ট ইন্ডিজ! একাধিক রেকর্ড অজিদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ২৭ রানে অলআউটের লজ্জায় পুড়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই লজ্জার রেকর্ড গড়েছে তারা। অস্ট্রেলিয়ার হয়ে ইতিহাস গড়ে স্টার্ক মাত্র ৯ রানে ৬ উইকেট এবং বোল্যান্ড হ্যাটট্রিকসহ মাত্র ২ রানেই ৩ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে একঝাঁক রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়া-উইন্ডিজদের জ্যামাইকা টেস্টে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ২৬ রানে। সেটাই টেস্টের ইতিহাসে সর্বনিম্ন রান। ক্যারিবিয়ানরা সেটার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল।
তবে লজ্জার রেকর্ড এখানেই শেষ নয়। তাদের ৭ ব্যাটার শূন্য রানে আউট হয়। এর আগে ১৯৮০ সালে পাকিস্তানের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্তু সেটা ১২৮ রানে। বাংলাদেশের ৬ উইকেট পড়েছিল ৮৭ রানে।
৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। সেটাও মাত্র ৯ রান দিয়ে। তিনিই প্রথম বোলার, যিনি ১৫ বলের মধ্যে পাঁচটা উইকেট তুলে নেন। ১৯৪৭ সালে আর্নি টোশাক ও ২০১৫ সালে স্টুয়ার্ট ব্রড ১৯ বলে ৫ উইকেট পেয়েছিলেন। ১০০ তম টেস্টে খেলতে নেমে ৪০০ উইকেট তুললেন স্টার্ক। অন্যদিকে হ্যাটট্রিক করেন স্কট বোলান্ড। যা দিন-রাতের টেস্টে প্রথম হ্যাটট্রিক