রেকর্ড ট্রান্সফার মূল্যে ইস্টবেঙ্গলে জয় গুপ্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ট্রান্সফার মার্কেটে বড়সড় চমক। এফসি গোয়া থেকে কার্যত জয় গুপ্তাকে রেকর্ড ট্রান্সফার মূল্যে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। প্রায় ১.৬০ কোটি টাকার বিনিময়ে লাল-হলুদ ব্রিগেডে এই ভারতীয় লেফট-ব্যাক।
২০২৪ সালে জয় গুপ্তার সঙ্গে চার বছরের চুক্তি করেছিল এফসি গোয়া। সেই বছরই তাঁকে নেওয়ার দৌড়ে ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দল। কিন্তু তিনি গোয়াতেই থাকেন। এ বার তিনি একাধিক দলের নজরে ছিলেন। কিন্তু এবার বেশ কয়েক বছরের চুক্তিতে জয় গুপ্তাকে সই করাল ইস্টবেঙ্গল। এই ট্রান্সফার উইন্ডোতে এটি অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ দেশীয় সাইনিং বলেই মনে করা হচ্ছে। শেষ ২৪ ঘণ্টার মধ্যেই সব অফিশিয়াল কাগজপত্র ও চুক্তিপত্রে সই হয়েছে বলেই খবর।
খবর অনুযায়ী, “মরসুম শেষ হওয়ার পরপরই ইস্ট বেঙ্গল আগ্রহ দেখালেও প্রথম প্রস্তাবটি তেমন জোরালো ছিল না। তবে দ্বিতীয়বারের প্রস্তাবেই এফসি গোয়া রাজি হয়ে যায়, এবং শেষমেশ জয় গুপ্তকে নিশ্চিত করে ফেলে ইস্টবেঙ্গল।"
২৩ বছর বয়সি এই ডিফেন্ডার গত মরশুমে ১৭টা ম্যাচ খেলেছেন। মোট ৬৫৫ মিনিট মাঠে ছিলেন তিনি। ১৬ বার নিশ্চিত গোল বাঁচিয়েছেন গত মরশুমে এফসি গোয়ার হয়ে। পর্তুগাল, স্পেনের ক্লাব থেকে ২০২৩ সালে এফসি গোয়ায় যোগ দেন জয় গুপ্তা। প্রথম বছরে ২৫ টা ম্যাচ খেলে নজর কাড়েন।কিন্তু তাঁকে রেখে দেয় গোয়া। এ বার অবশ্য তাঁকে নিতে সফল হলো ইস্টবেঙ্গল।
২০২৫-২৬ মরশুমের কথা মাথায় রেখে, নতুন পরিকল্পনা শুরু হয়েছে আগেভাগেই। হায়দরাবাদ এফসি-র প্রাক্তন কোচ থোংবয় সিংতো-কে হেড অফ ফুটবল পদে নিযুক্ত করে রিক্রুটমেন্ট বিভাগে পরিবর্তন আনছে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যেই একাধিক দেশীয় ফুটবলার যুক্ত হয়েছে ইস্টবেঙ্গলে।