সৌরভের জামা ওড়ানো দেখেই কি প্রতিশোধের আগুন জ্বলেছিল আর্চারের মনে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সৌরভের লর্ডসের ব্যালকনিতে জামা ওড়ানো ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও উজ্জ্বল। লর্ডস টেস্টে ভারতকে হারানোর পরে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস সেই পুরনো অধ্যায় টেনে আনলেন। সৌরভকে জামা ওড়াতে দেখেই কি প্রতিশোধের আগুন জ্বলেছিল আর্চারের মনে?
বেন স্টোকস জানান, "আমি ওকে সকালে জিজ্ঞেস করি, আজ একটা বিশেষ দিন। তুমি সেটা জানো?" ২০১৯ সালে ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেটা আর্চারের মনে ছিল না। তিনি ভেবেছিলেন, ২০০২ সালের ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ৩০০ রানের বেশি তাড়া করে ভারতের ম্যাচ জেতার কথা। যার পর সৌরভ লর্ডসে জার্সি উড়িয়েছিলেন। স্টোকস বলেন, "আর্চার ভেবেছিল, ওটাই বিশ্বকাপ ফাইনাল ছিল। আর সেটা ঘটেছিল বছর ছয়েক আগে।"
স্টোকস সঙ্গে সঙ্গে আর্চারকে বলেন, "আমি ওকে বলি, না। এদিন আমরা বিশ্বকাপ জিতেছিলাম। তখন ও বলে আচ্ছা, ওইদিনের কথা। আমার সকাল থেকেই মনে হচ্ছিল ঋষভ পন্থের উইকেট তুলতে পারলে খুব সুবিধা হবে। সকালে দুটো উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল।"
আসলে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পরে সৌরভের ওই জামা ওড়ানোর দৃশ্য লর্ডসে আইকনিক হয়ে গিয়েছে। ভারতীয়দের কাছে তা গর্বের। কিন্তু ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো ব্যাপার। সেই কারণেই কি ইচ্ছে করে সৌরভের ওই জামা ওড়ানোর প্রসঙ্গ টেনে আনলেন আর্চার ও স্টোকস?