অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এশিয়ান রেকর্ড গড়ে পদক জিতল ভারতীয় রিলে দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক দিকে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারতের নাম উজ্জ্বল করছেন অ্যাথলিটরা, অন্যদিকে চলছে অনুর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর সেখানেও খেতাব জয়ের পালা চলছে ভারতের।
৪x৪০০ মিটার রিলে মিক্সড ইভেন্টে এশিয়ান রেকর্ড গড়ে রুপো পদক জেতে ভারতীয় দল। বরথ শ্রীধর, প্রিয়া মোহন, কপিল ও রুপাল চৌধুরীর ভারতীয় দল এশিয়ান অনুর্ধ্ব ২০ এর রেকর্ড ভেঙে তিন মিনিট ও ১৭.৭৬ সেকেন্ডে শেষ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে মাত্র ০.০৭ সেকেন্ড দেরিতে শেষ করে ভারত। গত সংস্করণে এই ইভেন্টে ভারত ব্রোঞ্জ জিতেছিল, যেখানে রুপাল ছাড়া বাকি তিন সদস্য ছিলেন সেই ভারতীয় দলে।