১০৫ বছরেও ট্র্যাক দাপাচ্ছেন এই মহিলা অ্যাথলিট, জাতীয় রেকর্ড ভেঙে জিতলেন সোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশি বয়স হলেই কর্মক্ষমতা কমে যায়, এ যেন আমাদের বদ্ধমূল ধারণা। তবে বয়স তো শুধু একটি সংখ্যা, মনের ইচ্ছাটাই আসল। আর এই মনের ইচ্ছেকে সম্বল করে ১০৫ বছর বয়সে ট্র্যাক দাপাচ্ছেন হরিয়ানার রাম্বাই।
গুজরাটের ভদোদরায় আয়োজিত উদ্বোধনী জাতীয় ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০-উর্ধ্ব বিভাগের ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন রাম্বাই।
এবং এর জেরে জাতীয় রেকর্ড ভেঙেছেন রাম্বাই। মাত্র ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছেন রাম্বাই। এবং এর জেরে ১০০-উর্ধ্ব ১০০ মিটার দৌড়ের জাতীয় রেকর্ড দখল করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল প্রয়াত মান কৌরের, যিনি ২০১৭ বিশ্ব মাস্টার্স গেমসে ৭৪ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন।
রাম্বাইয়ের এই দৌড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকদের উচ্ছ্বাসের মাঝে দৌড় শুরু করেছিলেন রাম্বাই। কিন্তু ফিনিশ লাইনের শেষে কিছুটা থমকে যান তিনি। শেষ অবধি অতি কষ্টে দৌড় শেষ করেন তিনি।
কিন্তু এই বয়সেও কিভাবে এত ফিট? এর উত্তরে রাম্বাই বলেছেন, "আমি চুর্মা, দই ও দুধ খাই।" এদিকে রাম্বাইয়ের নাতনি শর্মিলা সাংওয়ান বলেছেন, "একজন প্রকৃত নিরামিশাষী, দিদা নিয়মিত ২৫০ গ্রাম ঘি ও ৫০০ গ্রাম দই খান। এছাড়া ৫০০ মিলি খাটি দুধ খান দিনে দুবার। তিনি বাজরার রুটি খেতে পছন্দ করেন এবং ভাত তেমন খান না।"