যারা আইপিএল দেখছে তারা বড় মিস করেছে! থমাস কাপের ফাইনালে ভারতের ওঠা নিয়ে উত্তাল নেটিজেনরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ব্যাঙ্ককে আয়োজিত হচ্ছে ঐতিহ্যশালী থমাস কাপ, যা বিশ্বের বিভিন্ন দেশের পুরুষ টেবিল টেনিস খেলোয়াড়দের দলদের নিয়ে অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় দল ফাইনালে উঠেছে। আর এর জেরে দেশের জন্য খেতাব নিশ্চিত করেছে ভারত।
কিদাম্বি শ্রীকান্থ, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি / চিরাগ শেট্টি ও এইচএস প্রণয়ের ভারতীয় দল সেমি ফাইনালে ডেনমার্ককে ৩-২ ফলে হারিয়ে এই কীর্তি অর্জন করেছে। আর এই সাফল্যের জেরে ভারতীয় দলের প্রশংসায় মেতেছে সোশ্যাল মিডিয়া।
আইপিএলের এই জমজমাট মরশুমের মাঝেও ভারতের টেবিল টেনিস দল এই ঐতিহাসিক কীর্তি অর্জন করেছে, অথচ সে নিয়ে সেরকম সাড়া নেই। এই নিয়েও আওয়াজ তুলেছেন নেটিজেনরা। কে কি বললেন, চলুন জেনে নেওয়া যাক।