গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হলেন এই ভারতীয় কবাডি খেলোয়াড়, এক দশক জুড়ে দাপট দেখিয়েছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাঞ্জাবের জলন্ধরে গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হলেন আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় সন্দীপ নাংগাল। মালিয়ান গ্রামে আয়োজিত কবাডি কাপের সময়ে কিছু দুষ্কৃতী গুলি চালান সন্দীপের উপর। জানা গিয়েছে, প্রায় ২০ রাউন্ড গুলি চলেছে সন্দীপের মাথায় ও বুকে।
ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, আট থেকে দশটি বুলেট গিয়েছে সন্দীপের শরীরে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টুর্নামেন্টের দর্শকরা ঘটনার পর পালাতে শুরু করে।
এক দশকেরও বেশি সময় ধরে কবাডি জগতে দাপটের সাথে খেলেছেন সন্দীপ। পাঞ্জাব ছাড়াও কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে চুটিয়ে খেলেছেন সন্দীপ। অনেক সময় সন্দীপকে ডায়মন্ড প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হত, মূলত তার বুদ্ধিমত্ত্বা ও শারীরিক ক্ষমতার জন্য।