ওয়ার্ল্ড ডেফ চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্য আনল স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির সৌম্যদীপ চক্রবর্তী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার হরিনাভিতে তৈরি হয়েছে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি।জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ পুল্লেলা গোপীচন্দ নিজেও এই অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন। ছোট থেকে বড় বহু খেলোয়াড়রা প্রশিক্ষণ নেন এই অ্যাকাডেমিতে। আর হরিনাভির এই ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে থেকেই এবার সাফল্য এল ভারতের।
ব্রাজিলে চলছে ওয়ার্ল্ড ডেফ চ্যাম্পিয়নশিপ। সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বাংলার একজন বধির খেলোয়াড় শ্রী সৌম্যদীপ চক্রবর্তী। অনূর্ধ্ব ১৬ বিভাগের সিঙ্গেলস ও ডাবলে সেমি ফাইনাল এবং মিক্সড ডবল বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন তিনি।
আরও পড়ুন: দুই বোর্ডের বৈঠকে কাটল জট, আসন্ন এশিয়া কাপের সূচী ঘোষণা এই দিনে
এছাড়াও সাধারণ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন সৌম্যদীপ। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির প্রশিক্ষক ও কর্ম-কর্তারা।