কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর কাছে ৫ দফা দাবি সাক্ষী-বজরংদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার রাত ১২টা বেজে ৪৭ মিনিটে টুইট করে, কুস্তিগীরদের সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ জানান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। টুইটারে তিনি লেখেন, "সরকার কুস্তিগীরদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। আমি ফের কুস্তিগীরদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।"
সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার সকালে তাঁর বাসভবনে যান বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ শীর্ষস্থানীয় কয়েকজন কুস্তিগীর। তবে, হরিয়ানার বলালি গ্রামে আয়োজিত এক মহাপঞ্চায়েত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা থাকায়, আসতে পারেননি প্রতিবাদী কুস্তিগীরদের অন্যতম বিশিষ্ট মুখ ভিনেশ ফোগট।
আরও পড়ুন: গত আইলিগের অন্যতম সেরা এই সেন্টার ব্যাককে টার্গেট করল ইস্টবেঙ্গল
বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে মোট ৫ দফা দাবি জানিয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকেরা। কুস্তিগীররা যে ৫ দাবি জানিয়েছেন, সেগুলি হল -
১) অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা এবং কুস্তি সংস্থায় নতুন ভাবে নির্বাচন করা।
২) ব্রিজভূষণ ও তাঁর পরিবারকে কুস্তি সংস্থা থেকে আজীবন দূরে রাখা।
৩) প্রতিবাদরত কুস্তিগীরদের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার।
৪) জাতীয় কুস্তি সংস্থায় স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন।
৫) কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে কোনও মহিলাকে বসানো।
এখন দেখার এই দাবি সরকারের পক্ষ থেকে মেটানো হয় কিনা ও কুস্তিগিরদের দীর্ঘদিন ধরে চলা প্রতিবাদ মেটে কিনা।