তাই জু ইংয়ের কাছেই আবার হার সিন্ধুর! শেষ হল মালয়েশিয়া ওপেন অভিযান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সেই এক প্রতিদ্বন্দ্বীর কাছেই বারবার খেতাব জয়ের আশা ভঙ্গ হচ্ছে পিভি সিন্ধুর। শুক্রবার মালয়েশিয়া ওপেন কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের তাই জু ইংয়ের কাছে হেরে বিদায় নিলেন ভারতীয় তারকা শাটলার।
টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই তাই জুয়ের বিরুদ্ধে এগিয়ে থেকেও ২১-১৩, ১৫-২১, ১৩-২১ ফলে হারতে হল সপ্তম বাছাই সিন্ধুকে। আর এর জেরে তাই জুয়ের বিরুদ্ধে শেষ ছয়টি ম্যাচে ছয়টিতে হারতে হয়েছে সিন্ধুকে। হেড টু হেডে ভারতীয় তারকার থেকে ১৬-৫ ফলে এগিয়ে রয়েছেন তাইপেইয়ের শাটলার।
প্রথম সেটে কিছুটা ধীরগতিতে শুরু করেন সিন্ধু। কিন্তু পরপর ১১টি পয়েন্ট জিতে এগিয়ে যান। তাই জু লড়াই করলেও প্রথম সেট অনায়াসে জিতে যান সিন্ধু। কিন্তু পরের দুই সেটে শান্ত মনোভাব দেখিয়ে সিন্ধুর দূর্বলতায় আঘাত করেন তাই জু।
যদিও সিন্ধু লড়াই থামাননি। কিন্তু শেষ অবধি তাই জু দুটি সেটেই জয় হাসিল করে সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করেন।