ইতিহাস ভারতীয় অ্যাথলেটিক্সে! সবল অ্যাথলিটদের হারিয়ে সোনা জিতলেন প্যারালিম্পিয়ান প্রবীণ কুমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার তৈরি হল ইতিহাস! ইতিহাস গড়ে উঠল ভারতীয় অ্যাথলেটিক্সে। সবল ও সক্ষম অ্যাথলিটদের হারিয়ে স্বর্ণপদক জিতলেন প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার। গুজরাটের নাদিয়াদে আয়োজিত ২০তম ফেডারেশন কাপ জুনিয়র অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে সোনা জিতলেন প্রবীণ।
মোট ১৬ জন সবল-সক্ষম অ্যাথলিটকে হারিয়ে দ্বিতীয় প্রয়াসে ২.০৬ মিটারের জাম্প মারেন প্রবীণ। তবে সবল অ্যাথলিটদের সাথে প্রতিদ্বন্দ্বীতা এই প্রথম নয় তরুণ প্রবীণের। গত এপ্রিল মাসে সিনিয়র জাতীয় ফেডারেশন কাপে ষষ্ঠ স্থানে শেষ করেন তিনি।
গ্রেটার নয়ডার জেওয়ারের বাসিন্দা প্রবীণ জন্ম থেকেই একটি পায়ে সমস্যার সম্মুখীন হন। গত বছর টোকিও প্যারালিম্পিকে পুরুষদের হাই জাম্পের টি৬৪ বিভাগে রুপো জিতেছিলেন প্রবীণ, যেখানে তিনি ২.০৭ মিটার জাম্প মেরে এশিয়ান রেকর্ড তৈরি করেছিলেন। লং জাম্পের ক্ষেত্রে শারীরিক উচ্চতা গুরুত্বপূর্ণ, সেখানে প্রবীণের উচ্চতা কেবল ১.৬৫ মিটার।
কিন্তু একপ্রকার জেদের বশে কোচ ডঃ সত্যপাল তাকে সবল অ্যাথলিটদের সাথে নামান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সত্যপাল বলেন, "যখন আমি এই প্যারা খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করি, কিছু সবল-সক্ষম অ্যাথলিট, কোচ ও প্রশাসকরা আমার সমালোচনা করেন এবং আমার ছাত্রদের নিয়ে বাজে কথা বলেন। সেই দিন থেকে, আমি সিদ্ধান্ত নিই যে প্যারা অ্যাথলিটদের অনুশীলন করিয়ে সবল অ্যাথলিটদের মিটে পদক জেতাব। আমার ইচ্ছা পূরণ হয়েছে।"