জাতীয় রাইফেল হেড কোচের বড় দায়িত্ব পেলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলার তারকা অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের মুকুটে জুড়ল নয়া পালক। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জাতীয় রাইফেল চিফ কোচের দায়িত্ব পেলেন জয়দীপ। ২০২৫ সাল অবধি এই দায়িত্বে থাকবেন জয়দীপ, যার ফলে আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় রাইফেল দলের দায়িত্বে থাকবেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়দীপ বলেছেন, "অপ্রত্যাশিত ছিল, তবে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং সেই কারণে আমি রাজি হয়েছি।"
আগামী ২৬ মে বাকুতে রাইফেল বিশ্বকাপ রয়েছে, ফলে হাতে সময় কম। এছাড়া প্যারিস অলিম্পিকের জন্য মাত্র দুই বছর রয়েছে। তবে ৪২ বছরের অলিম্পিয়ান নিজের সেরাটা দিতে তৈরি। তিনি বলেছেন, "আমি জানি সময় কম। আমার কাছে দুই বছর রয়েছে প্যারিস ইভেন্টের জন্য। তবে আমি আমার সেরাটা দেব। আমি মনে করি আমাদের শুটাররা বড় মঞ্চে ব্যর্থ হচ্ছে কারণ ওরা চাপ নিতে পারছে না। হয়ত অনেকেই সঠিক সময়ে নিজেদের সেরাটা দিতে অক্ষম হয়।"
২০১২ লন্ডন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন জয়দীপ। আর এই নয়া দায়িত্ব পাওয়ার সাথে সাথে নিজের শুটিং কেরিয়ারে ইতি জানান জয়দীপ। তিনি বলেছেন, "আমি আনুষ্ঠানিকভাবে এই খেলা থেকে নিজের অবসর ঘোষণা করিনি। তবে এই দায়িত্ব নেওয়ার পর, আমি একজন শুটার হিসেবে নিজের কেরিয়ারে ইতি ঘোষণা করছি।"