যেমন বাবা, তেমন ছেলে! পিতা নোভাক জকোভিচের পদচিহ্নেই এগোচ্ছে ছেলে স্টেফান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উইম্বলডনে নিজের জয়যাত্রা বজায় রেখেছেন নোভাক জকোভিচ। তৃতীয় রাউন্ডে মিওমির কেচমানোভিচের বিরুদ্ধে খেলতে নামবে জোকার। কিন্তু সেই লড়াইয়ে নামার আগে, নোভাক একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তার ছেলে স্টেফান ফোরহ্যান্ড স্ট্রোক মারছেন।
অনুশীলনের সময়ে দেখা গিয়েছে, ছেলে স্টেফানের উদ্দেশ্যে বল সার্ভ করছিলেন নোভাক জকোভিচ। এছাড়া সেই অনুশীলন পর্বে উপস্থিত ছিলেন নোভাকের কোচ তথা প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন গোরান ইভানিসেভিচ। ছবির ক্যাপশনে জকোভিচ লিখেছেন, "দেখতে দারুণ লাগছে।"
জকোভিচ বর্তমানে টানা চতুর্থ উইম্বলডন জিততে মরিয়া। এবং এবারের উইম্বলডন জিতলে জকোভিচ সপ্তম খেতাবটি পাবেন, যার ফলে কিংবদন্তি পিট সাম্প্রাসকে ছুঁয়ে ফেলবেন।