বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য এই কঠোর সিদ্ধান্ত নিলেন নীরাজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে ইতিমধ্যেই দুইবার ডায়মন্ড লিগ জিতেছেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া। এবার নীরাজের লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যা আগামী ১৯ আগস্ট বুদাপেস্ট আয়োজিত হবে।
আরও পড়ুন - ফের দেশের নাম উজ্জ্বল করলেন নীরাজ চোপড়া, জিতলেন ডায়মন্ড লিগ
এবার এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য বড় সিদ্ধান্ত নিলেন নীরাজ। তিনি জানিয়েছেন, বুদাপেস্টে হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে কোনও প্রতিযোগিতায় নামবেন না। একই কথা বলেছেন নীরাজের কোচ ডঃ ক্লাউস বার্তোনিয়েতস।
গত শুক্রবার সুইজারল্যান্ডে ডায়মন্ড লিগ জেতার পর এক সাক্ষাতকারে নীরাজ বলেছেন, "এর পরের প্রতিযোগিতা, বুদাপেস্ট, আমার জন্য খুব বড় একটি বিষয়। আমি অনুশীলনে গিয়ে নিজের ভুলগুলো শুধরাতে চাই এবং আরও শক্তিশালী হতে চাই।"
এর আগে গত ৫ মে দোহায় ডায়মন্ড লিগ জিতেছেন নীরাজ। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার বিষয়ে অত্যন্ত সতর্ক অলিম্পিকে স্বর্ণপদকজয়ী এই অ্যাথলিট। আপাতত এই মরশুমে দোহা ও লসেন ডায়মন্ড লিগই শুধু খেলেছেন নীরাজ।