এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবেন না অচিন্ত্য শিউলি, মীরাবাই চানুরা - জানুন আসল কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য কমনওয়েলথ গেমসে অসাধারণ পারফর্মেন্সের পর ভারতীয় ভারোত্তলকদের প্রতি আশা বেড়ে গিয়েছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। বাংলার অচিন্ত্য শিউলি থেকে শুরু করে মীরাবাই চানু, জেরেমি লালরিননুঙ্গা - ভারতের ভারোত্তলকদের আগামী লক্ষ্য হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল।
কিন্তু যা সম্ভাবনা, আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবেন না অচিন্ত্য-মীরাবাই সহ আটজন ভারতীয় ভারোত্তলক। বরং আগামী মঙ্গলবার তারা উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে সেন্ট লুইসে সাড়ে তিন সপ্তাহের স্ট্রেংথ ও কন্ডিশনিং ট্রেনিং ক্যাম্প চলবে।
এই ক্যাম্পে মীরাবাই ও অচিন্ত্য ছাড়াও থাকবেন জেরেমি, সংকেত সারগার, বিন্দ্যারানী দেবী, গুরদীপ সিং, আর ভি রাহুল ও ঝিল্লি দলাবেহরা। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা অনুশীলন করবে প্রাক্তন ভারোত্তলক তথা প্রখ্যাত ফিজিক্যাল থেরাপিস্ট ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ডঃ অ্যারন হরশিগের সাথে।
তাহলে কি বাহরিনের মানামায় আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোনও ভারতীয় ভারোত্তলকই খেলবেন না? যা জানা গিয়েছে, কমনওয়েলথে অংশগ্রহণকারী ভারোত্তলকরা নয়, বরং ভারতের বাকি ভারোত্তলকরা এতে অংশ নেবেন।
এছাড়া যারা সদ্য কমনওয়েলথে অংশ নিয়েছেন, তারা সরাসরি নামবে বিশ্ব মিটে। এই বিশ্ব মিট থেকে আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন নির্ধারণ করা হবে। সেই কারণে এশিয়ান চ্যাম্পিয়নশিপকে বাদ দিয়ে বিশ্ব মিটের জন্য জোর প্রস্তুতিতে নামবে ভারতের ভারোত্তলকরা।