ইতিহাস! ফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়ে ঐতিহাসিক থমাস কাপ জিতল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ব্যাংককে ইতিহাস গড়ল ভারত! প্রথমবার ঐতিহাসিক থমাস কাপ জিতে নিল ভারতীয় দল। ফাইনালে ইন্দোনেশিয়াকে ৩-০ ফলে হারিয়ে এই কীর্তি অর্জন করেন লক্ষ্য সেন, চিরাগ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও কিদাম্বি শ্রীকান্থের ভারতীয় দল।
প্রথম রাউন্ডে লক্ষ্য সেন হারান অ্যান্থনি গিন্টলিংকে। প্রথম সেটে পরাজিত হলেও পরের দুই সেটে দুর্দান্ত কামব্যাক করেন লক্ষ্য। শেষ অবধি লড়ে ৮-২১, ২১-১৭, ২১-১৬ ফলে জয়ী হয়ে ভারতকে এগিয়ে দেন লক্ষ্য।
এরপর ডাবলস ইভেন্টে মহম্মদ এহসান ও কেভিন সাঞ্জায়া সুকামুলজোকে হারান চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। এখানেও প্রথম সেটে হেরে পরে দুর্দান্তভাবে ফিরে আসে ভারতীয় জুটি। শেষ অবধি ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ফলে জয় পায় ভারত।
এবং তৃতীয় রাউন্ড সিঙ্গলসে জনাথান ক্রিস্টিকে হারিয়ে ইতিহাস তৈরি করেন কিদাম্বি শ্রীকান্থ। ২১-১৫, ২৩-২১ ফলে হারিয়ে নিজেদের ইতিহাসের পাতায় জায়গা করিয়ে দিলেন শ্রীকান্থ।