কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ানোর পর আবেগঘন বার্তা দিলেন নীরাজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন কমনওয়েলথ গেমসে বড় ধাক্কা পেয়েছে ভারতীয় দল। সদ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পাওয়া কুঁচকির চোটের কারণে সরে দাঁড়িয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া।
গত কমনওয়েলথ গেমসে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতা নীরাজের পক্ষে এই ছিটকে যাওয়ার বিষয়টি বেশ কঠিন ছিল, এবং সেই কথাই তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজের টুইটারে ইংরেজি ও হিন্দিতে নীরাজ বলেছেন, "আমি খুবই হতাশ আপনাদের জানাতে পেরে যে আমি বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে পারব না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ থ্রোয়ের পর কুঁচকিতে টান পেয়ে অস্বস্তি অনুভব করেছিলাম। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের থেকে পর্যালোচনা করানোর পর, ওনারা আমায় রিহ্যাবের জন্য পরামর্শ দিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছেন।"
এরপর নীরাজ বলেছেন, "আমি আমার সাপোর্ট টিম এবং আইওএ, এএফআই ও সাইয়ের সিএআইএমএস এর সাথে আলোচনা করেছি, এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা মাথায় রেখে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমার পক্ষে ভালো হবে কমনওয়েলথ গেমস মিস করাটা, যাতে চোটটা না বাড়ে।"
শেষে নীরাজ বলেছেন, "বলতে লাগে না, আমি খুবই ব্যথিত নিজের খেতাবটি ডিফেন্ড করতে পারব না এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগটা হাতছাড়া করব। আমি একইভাবে হতাশ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হওয়ার সুযোগটি হাতছাড়া করতে পেরে, যে সম্মানটি পেতে আমি মুখিয়ে ছিলাম।"
আগামী ২৬ আগস্ট থেকে লসনে হতে চলা ডায়মন্ড লিগকেই পাখির চোখ করে নামবেন নীরাজ চোপড়া।