কারাবাসে থাকাকালীন এই নয়া ভূমিকায় কাজ করবেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় বরিস বেকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করার পর সম্প্রতি আড়াই বছরের জন্য কারাবাসের সাজা পেয়েছেন কিংবদন্তি জার্মান টেনিস তারকা বরিস বেকার। ব্রিটেনের ইনসলভেন্সি আইনের চারটি ধারা লঙ্ঘনের জেরে এই সাজা পেয়েছেন বরিস।
কিন্তু সেখানে কি বাকি কারাবন্দীদের মতই সাজা কাটাবেন বরিস? মিররের রিপোর্ট অনুযায়ী, ওয়ান্ডওয়ার্থ কারাগার, যেখানে বরিস রয়েছেন, সেখানকার জিম প্রশিক্ষক হবেন তিনি। জানা গিয়েছে, কারাগারে জিম খুবই প্রচলিত এবং এই জায়গায় কাজ পাওয়ার জন্য বন্দীরা উদগ্রীব থাকেন। এবং যেহেতু ক্রীড়াগত ক্ষেত্রে অত্যন্ত সফল বরিস, ফলে এই কাজে তাকেই নিয়োগ করা হবে।
দেউলিয়া হওয়ার পর ৫৪ বছরের এই প্রখ্যাত টেনিস তারকা নিজের গুরুত্বপূর্ণ সম্পত্তি প্রকাশ করতে পারেননি এবং তা সরাতেও পারেননি। নয়জনকে ৪২.৭০০ পাউন্ড করে দেওয়ার অভিযোগে বরিসকে দোষী সাব্যস্ত করেছে লন্ডন আদালত। এছাড়া জার্মানিতে কিছু সম্পত্তি এবং বিপুল অর্থের ব্যাঙ্ক লোন ও একটি প্রযুক্তিগত ফার্মে শেয়ার কেনার যাবতীয় তথ্য লুকিয়ে ছিলেন বরিস। সেই কারণে আড়াই বছর কারাবাসে থাকতে হবে তাকে।