আইপিএল মাতাচ্ছেন স্বামী দীনেশ কার্তিক, এদিকে স্ত্রী দীপিকা বিশ্বমঞ্চে করলেন সেরা কামব্যাক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে অনবদ্য ছন্দে রয়েছেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এই অভিজ্ঞ কিপার-ব্যাটার কার্যত প্রতিটা ম্যাচেই দুর্দান্ত ফিনিশ করে আসছেন। আর কার্তিকের এই ছন্দে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব।
তবে ক্রিকেটের মঞ্চে যদি দীনেশ কার্তিক দাপিয়ে বেড়ান, তাহলে স্কোয়াশের মঞ্চে তার স্ত্রী দীপিকা পাল্লিকাল আরও অনেক বড় একজন বিজয়িনী। ছয় মাস আগে যমজ সন্তানের জন্ম দেওয়া দীপিকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি খেতাব জিতে এলেন।
স্কটল্যান্ডের গ্লাসগোয় বিশ্ব ডাবলস চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলস ও উইমেন্স ডাবলস খেতাব জিতেছেন দীপিকা। ২০১৮ সালের অক্টোবর মাসের পর প্রথমবার এমন বড় মঞ্চে নেমেছেন দীপিকা। ফলে বলা যায়, এ যেন সকল কামব্যাকের সেরা!
দেওর সৌরভ ঘোষালের সাথে দীপিকা মিক্সড ডাবলস ফাইনালে দেড় ঘন্টার লড়াইয়ে হারান ইংল্যান্ডের আদ্রিয়ান ওয়ালার ও অ্যালিসন ওয়াটারসকে ১১-৬, ১১-৮ ফলে। এদিকে মহিলা ডাবলসের ফাইনালে দারুণ লড়াই করেন দীপিকা ও তার দীর্ঘসময়ের স্কোয়াশ সঙ্গী জশনা চিনাপ্পা। ইংল্যান্ডের সারাহ জেন পেরি ও অ্যালিসন ওয়াটারসকে ১১-৯, ৪-১১, ১১-৮ ফলে হারায় এই জুটি।
কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের প্রাক্কালে এই ত্রয়ীর পারফর্মেন্স নিঃসন্দেহে নজর কাড়বে এবং আবারও তাদের কেন্দ্রীয় সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্পে ফিরিয়ে আনবে।