কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য সেন, সেমিতে হার সিন্ধুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কানাডা ওপেন সুপার ৫০০ সিরিজ টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন। পুরুষদের সিঙ্গলস ইভেন্টের সেমি ফাইনালে জাপানের কেন্টা নিশিমোটোকে হারান কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য।
আরও পড়ুন - ISL-এর থেকেও বড় পর্যায়ে খেলতে হবে ফুটবলারদের, এশিয়ান কাপের আগে প্রত্যয়ী সুনীল ছেত্রী
বিশ্বের একাদশতম স্থানে থাকা নিশিমোটোকে ২১-১৭, ২১-১৪ ফলে হারান ২১ বছরের লক্ষ্য। এর ফলে রবিবার ফাইনালে চীনের লি শি ফেংয়ের বিরুদ্ধে নামবেন লক্ষ্য। গত বছর আগস্টে কমনওয়েলথ গেমসের পর এই প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলবেন লক্ষ্য।
অন্যদিকে মহিলা সিঙ্গলস সেমি ফাইনালে পরাজিত হলেন দেশের তারকা শাটলার পিভি সিন্ধু। বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে ১৪-২১, ১৫-২১ ফলে হারেন সিন্ধু।