ভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করার হুমকি দিল আন্তর্জাতিক কুস্তি সংস্থা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যে দিন ভারতের তারকা কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট নিজেদের পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার ঘোষণা করল, সেদিনই আন্তর্জাতিক কুস্তি সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে।
সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের উপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রতিবাদে নেমেছিলেন দেশের তারকা কুস্তিগিররা। গত ২৩ এপ্রিল থেকে জন্তর মন্তরে ধর্ণা দিয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট সহ অসংখ্য ক্রীড়াবিদ।
এবার সাক্ষীদের পাশেই দাঁড়াল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। এক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে, ভারতীয় কুস্তিগিরদের এই আন্দোলনকে তারা পর্যালোচনা করে এসেছে। এবং তারা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের অ্যাড হক কমিটির সাথে আলোচনা করবে।
আরও পড়ুন - দেশের জন্য জেতা পদক গঙ্গায় বিসর্জন দেবেন ভারতীয় কুস্তিগীররা, বসবেন আমৃত্যু অনশনে!
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এটিও জানিয়েছে, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন হওয়ার জন্য যে ৪৫ দিনের নির্ঘন্ট দিয়েছিল, তার মধ্যে নির্বাচন করতে হবে।
তবে এর অন্যথা হলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং হুঁশিয়ারি দিয়েছে, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করা হবে। পাশাপাশি নয়াদিল্লি থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্বও সরানো হতে পারে। এবং ভারতের কুস্তিগিরদের নিরপেক্ষ পতাকার অধীনে অংশগ্রহণ করতে হবে।