টেনিস জগৎ কি পেল নয়া নাদাল? কার্লোস আলকারাজের সাফল্য কিন্তু সেই কথাই বলছে!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ - আধুনিক টেনিসের তিন মহাতারকার এই লড়াইয়ে মুগ্ধ ক্রীড়াজগৎ। ফিটনেস ও স্কিলের চুড়ান্ত মিশেলে এই তিন মহাতারকাই বুঝিয়ে দিয়েছেন, নিজেদের প্রজন্মে তারাই সেরা। তবে এই তিনজনের পর তাদের ব্যাটন কারা ধরবে, এই নিয়ে আলোচনা চলছেই।
আর এই আলোচনায় বড় নাম হিসেবে উঠে এসেছে স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজের নাম। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছেন আলকারাজ। রবিবার বার্সিলোনা ওপেন ফাইনাল জিতে এই কীর্তি অর্জন করেছেন আলকারাজ।
আর এর জেরে রাফায়েল নাদালের পর তরুণতম খেলোয়াড় হিসেবে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছেন আলকারাজ। ১৭ বছর আগে মাত্র ১৮ বছর বয়সে এই কীর্তি অর্জন করেছেন তরুণ রাফায়েল নাদাল।
সেই সময়, নাদালও বার্সিলোনা ওপেন জিতে শীর্ষ ১০-এ জায়গা করে নেন। এবার আলকারাজ এই খেতাব জেতায় একেবারে নবম স্থানে চলে আসবেন।
আর এই কারণে অনেকেই তাকে রাফায়েল নাদালের উত্তরসূরি হিসেবে ভাবা শুরু করেছে। যদিও নাদালের মত বাঁহাতি নন আলকারাজ, তবে তার খেলায় নাদালের ছোঁয়া পেয়েছে টেনিস বিশ্ব।