কানাডা ওপেনের সেমি ফাইনালে উঠলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কানাডা ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন।
শুক্রবার রাতে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পান সিন্ধু। চিনের ফাং জিকে ২১-১৩, ২১-৭ ফলে হারান সিন্ধু। এর ফলে বিশ্বের এক নম্বর র্যাঙ্কে থাকা জাপানের ইয়ামাগুচির বিরুদ্ধে সেমি ফাইনাল খেলবেন সিন্ধু।
তবে হেড টু হেডে ইয়ামাগুচির বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে সিন্ধুর। হায়দ্রাবাদের এই শাটলার ১৪-১০ ব্যবধানে এগিয়ে রয়েছেন ইয়ামাগুচির বিরুদ্ধে। তবে গত বছর সিঙ্গাপুর ওপেনে শেষ সাক্ষাতে সিন্ধুকে হারান ইয়ামাগুচি।
এদিকে জার্মানির জুলিয়েন কারাজ্ঞির বিরুধে পুরুষ সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে লড়াকু জয় পান লক্ষ্য। ২১-৮, ১৭-২১, ২১-১০ ফলে হারান জার্মান শাটলারকে। এর ফলে বিশ্বের চার নম্বর র্যাঙ্কে থাকা জাপানের কেন্তা নিশিমোটোর বিরুদ্ধে সেমিতে নামবেন লক্ষ্য।