স্বাধীনতা দিবসে বাংলা ক্রীড়া সাংবাদিকতার প্রবীণ কৃতীদের বিশেষ সম্মান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলা ক্রীড়া সাংবাদিকতার পুরোনো যোদ্ধাদের বিশেষ সম্মান জানাল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। গত সোমবার স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উদযাপনে ৭৫ ও তার বেশি বয়সী প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা পেলেন বিশেষ সম্মান।
এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অচীন রায়, প্রবিত্র দাস, চিত্তরঞ্জন বিশ্বাস, সুধীর উপাধ্যায়, নিখিল ভট্টাচার্য, গৌরী শঙ্কর মিত্র, শ্যাম সুন্দর ঘোষ, মানিক ব্যানার্জি, বিনয় কুমার মুখার্জি, নীলিমেশ রায় চৌধুরী, জিসি দাস, সুভাষ দত্ত, কুমার মুখার্জি, অশোক ভট্টাচার্য, পাহাড়ি রায় চৌধুরীর মত প্রখ্যাত সাংবাদিকরা।