বাংলা থেকে বিশেষভাবে সক্ষম সাঁতারুরা এবার জাতীয় স্তরে নিজেদের ক্ষমতা প্রদর্শন করবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলার বিশেষভাবে সক্ষম সাঁতারুদের জন্য এল বড় খবর। এই প্রথমবার, পশ্চিমবঙ্গ থেকে বিশেষভাবে সক্ষম সাঁতারুদের জন্য একটি অ্যাসোসিয়েশন তৈরি করা হল, যা ভারতীয় প্যারা সুইমার্স অ্যাসোসিয়েশনের এক অংশ হয়ে থাকবে।
বাংলার এই অ্যাসোসিয়েশন থেকে ৩৭ জন বিশেষভাবে সক্ষম সাঁতারুরা আসন্ন একবিংশ জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। আগামী ২৫-২৭ মার্চ রাজস্থানের উদয়পুরে এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে।
বাংলা থেকে প্রতিযোগীদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৮ জন মহিলা সাঁতারু রয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উঠে আসা এই সাঁতারুদের কেউ কেউ অন্ধত্বে ভুগছেন, আবার কেউ কেউ অর্থোপেডিকগতভাবে অক্ষম।
এই নয়া অ্যাসোসিয়েশনের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন জগমোহন ডালমিয়ার নাতি আদিত্য ডালমিয়া, যিনি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি ও আইএফএ শিল্ড কমিটির সদস্য। এছাড়া এই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক ও ব্লাইন্ড বয়েস অ্যাকাডেমির অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ।
এই ৩৭ সাঁতারুদের মধ্যে অধিকাংশ অন্ধ পুরুষই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এবং বাকিদের অনুশীলন করাচ্ছেন অ্যাসোসিয়েশনের টিম ম্যানেজার সুনীল কুমার বিশ্বাস।