২০২৪ প্যারিস অলিম্পিক নিয়ে ফের একবার সরব হলেন বজরং পুনিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: একের পর এক নাটকীয় ঘটনা বেশ কয়েক মাস ধরে ঘটে চলেছে ভারতীয় কুস্তি সংস্থায়৷ ভারতীয় রেসলিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে সঞ্জয় সিংয়ের নির্বাচন ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: চলে গেলেন প্রাক্তন বাঙালি ক্রিকেটার দীপঙ্কর সরকার
প্রতিবাদে পদক ফেরানোর পাশাপাশি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন কুস্তিগীর। এরই মাঝে বজরং পুনিয়া এবার ২০২৪-এর অলিম্পিক্স নিয়ে সরব হলেন৷
শনিবার তিনি তাঁর এক্সে লেখেন, "খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য কোনও জাতীয় আয়োজন বা কোনও ক্যাম্পও করা হয়নি। ৭ মাস পর অলিম্পিক৷ কিন্তু কেউই অলিম্পিক্স নিয়ে সিরিয়াস বলে মনে হচ্ছে না৷ যেখানে কুস্তিগীররা গত চারটি অলিম্পিক্সে একাধিক পদক দিয়েছে ভারতকে। তাই ক্রীড়া মন্ত্রককে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কুস্তির যাবতীয় কার্যক্রম শুরু করার অনুরোধ করছি ৷ যাতে খেলোয়াড়দের ভবিষ্যৎ রক্ষা করা যায়।"