বিশ্বের দুই নম্বর দাবাড়ুর কাছে হার! ছয় ঘন্টা পরে পরীক্ষা দিলেন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্ধা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৬ বছর বয়সী ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্ধা ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়া মহলের নজর কেড়েছেন। বিশ্বের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে শিরোনামে উঠে আসেন এই তরুণ গ্র্যান্ডমাস্টার।
এবং সদ্য চেসেবেল মাস্টার্সে অল্পের জন্য রানার্স আপ হন প্রজ্ঞানন্ধা। বিশ্বের দুই নম্বর দাবাড়ু ডিং লিরেনের কাছে হারতে হয় ভারতীয় দাবাড়ুকে।
তবে এই কঠিন দাবা প্রতিযোগিতার রানার্স হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পরীক্ষায় বসতে হয় প্রজ্ঞানন্ধাকে। শুক্রবার ভারতীয় সময় মধ্যরাত ২.২০ তে ফাইনাল ম্যাচ শেষ হয় প্রজ্ঞানন্ধার, আর সকাল ৮.৪৫ এ, প্রজ্ঞানন্ধা স্কুলে হাজির হন তার একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য।
তবে দীর্ঘদিনের পরিকল্পনার জন্য পড়াশোনা ও দাবাকে একসাথে এগিয়ে নিয়ে চলছেন প্রজ্ঞানন্ধা। এমনভাবে নিজের সময়সূচি তৈরি করেছেন, যাতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় থাকে, আবার বিশ্বের সেরা দাবাড়ুদের বিরুদ্ধে লড়ারও প্রস্তুতি নিতে পারেন প্রজ্ঞানন্ধা।
এই নিয়ে প্রজ্ঞানন্ধা এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "গত কয়েক দিন খুবই পরিশ্রমের ছিল। এটা আমার কাছে প্রথমবার, পরীক্ষায় উত্তর দেওয়া আর একইসাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া। আমার শুক্রবার কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা ছিল আর সেটি ভালোই গিয়েছে।"
এদিকে প্রজ্ঞানন্ধার দীর্ঘদিনের কোচ আরবি রমেশ বলেছেন, "ওর সব থেকে বড় গুণ হল মুহুর্তের সাথে বেঁচে থাকাটা। কষ্টের হারের কিছু ঘন্টা পরেই পরীক্ষা দেওয়া, এতেই ওর চরিত্র বোঝা যায়।"