সংবর্ধনার দিনে ক্রীড়ামন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ অচিন্ত্যর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দেশকে গর্বিত করেছেন বাংলার দুই ছেলে ভারোত্তলক অচিন্ত্য শিউলি ও স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। সদ্য কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি ভারোত্তলন বিভাগে সোনা জিতেছেন অচিন্ত্য। এদিকে স্কোয়াশ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সৌরভ।
আর সেই কারণে বাংলার দুই গর্বের সন্তানকে সম্মানিত করল পশ্চিমবঙ্গ সরকার। ১৬ আগস্ট খেলা হবে দিবস উপলক্ষ্যে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ সম্মাননা অনুষ্ঠানে অচিন্ত্য ও সৌরভকে সম্মানিত করা হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস অচিন্ত্যের হাতে তুলে দেন পাঁচ লক্ষ টাকা, এবং সৌরভের হাতে তুলে দেন দুই লক্ষ টাকা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়াজগতের অসংখ্য ব্যক্তিবর্গ। বাংলার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের কর্মকর্তারা ছাড়াও ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। উপস্থিত ছিলেন অসংখ্য প্রাক্তন ক্রীড়াবিদও। এই অনুষ্ঠানে আর্থিক পুরষ্কারের পাশাপাশি দুই অ্যাথলিটকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
এদিকে মঞ্চ থেকে ক্রীড়ামন্ত্রীর উদ্দেশ্যে বিশেষ অনুরোধ করেন অচিন্ত্য। হাওড়ার দেউলপুরে যে ক্লাব থেকে আজ অচিন্ত্যর উঠে আসা, তা আজ ভগ্নদশায়। এই পরিস্থিতিতে অচিন্ত্য তার এলাকার ক্লাবের উন্নতির জন্য অনুরোধ জানান অরুপ বিশ্বাসকে। আর সেই অনুরোধ রাখার প্রতিশ্রুতিও দেন ক্রীড়ামন্ত্রী।