অলিম্পিকের সন্ধিক্ষণে ‘এডুকেশন মুভমেন্টের’ হাল হকিকত তুলে ধরলেন অভিনব বিন্দ্রা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ৭ মার্চ, বৃহস্পতিবার, ভারতের সবথেকে বড় ক্রীড়া সম্মেলন-ট্রেইলবেজার্স ২.০ অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। এই সম্মেলনে উপস্থিত আছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত আছেন অলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রা। ভবিষ্যতের অলিম্পিক এডুকেশন মুভমেন্টে তরুণদের উদ্দেশ্যে কি বললেন তিনি? শুনে নেওয়া যাক।
অভিনব জানিয়েছেন, “অলিম্পিক মুভমেন্টের ব্যাপারে আমার থেকে ওরা আরো বেশি সতর্ক। অলিম্পিকের ইতিহাস আমাদের চেয়ে ওদের বেশি জ্ঞান।" তিনি এও জানিয়েছেন, " অলিম্পিক এডুকেশন মুভমেন্ট প্রোগ্রাম প্রায় পঞ্চাশ হাজারের বেশি মহিলাদের প্রথমবার অলিম্পিকের ব্যাপারে জ্ঞান প্রদান করে। এখনকার দিনে মেয়েরা আরও বেশি খেলাধুলাতে নিজেদের সঁপে দিচ্ছে। ১০০ টি স্কুলের মধ্যে একটি প্রতিযোগিতা ও চালু করা হয়েছে। যেখানে মেয়েদের পারফরম্যান্স প্রশংসনীয়।”
স্কুলগুলিতে শারীরিক চর্চার শিক্ষকতা ভারতবর্ষে নিচু স্থানে অবস্থান করছে তাও তিনি বলেছেন। তবে সরকারের পক্ষ থেকে স্কুলগুলিতে সার্ভে করা হলে তারা প্রথমেই জিজ্ঞেস করেছেন শারীরিক চর্চা শিক্ষকের কথা। প্রতিটি স্কুলে একজন শারীরিক চর্চার শিক্ষকের দরকার এও তিনি জানিয়েছেন। তবে ভবিষ্যতে এর প্রভাব বাড়লে আরো বিকশিত হবে অলিম্পিক মুভমেন্টের শিক্ষা।