মোহনবাগান কোচ হওয়ার পর জোসে মোলিনা কাকে ম্যাসেজ পাঠালেন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মোহনবাগানের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জোসে মোলিনা। সবুজ-মেরুন দলে ফের শুরু মোলিনা যুগ। ২০১৬ সালে তৎকালীন অ্যাটলেটিকো ডি কলকাতা দলের কোচ ছিলেন। সেই সময়, সেই দলে সেন্ট্রাল ব্যাক পজিশনে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন অর্ণব মন্ডল।
কোচ মোলিনার অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন অর্ণব। তারপর কেটে গিয়েছে অনেকদিন। ফের আইএসএলে কোচ হওয়া মোলিনার সঙ্গে তাঁর প্রিয় ছাত্রের যোগাযোগ ছিলই। মঙ্গলবার মোহনবাগানের হেড কোচ হিসেবে মোলিনার নাম ঘোষণা করা হয়। তারপরেই তাঁর প্রিয় ছাত্র মোলিনাকে শুভেচ্ছা জানিয়ে ম্যাসেজ পাঠান।
ইন্সটাগ্রামে ম্যাসেজ করে মোলিনাকে কংগ্রাচুলেশন জানান অর্ণব মন্ডল। তাঁর উত্তরে মোলিনা ধন্যবাদ জানাতে ভুল করেননি। এরপর অর্ণব আরও লেখেন Happy to see you again in isl. মোলিনা তখন আবার ফের বলেন See you soon...!!