ময়দানে জরুরি ভিত্তিতে অক্সিজেনের বরাদ্দ করার লক্ষ্যে নামল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ময়দানে এমন এমন সময়ে দুর্ঘটনা ঘটে যায়, তার পূর্বাভাস কেউ দিতে পারে না। এবং একাধিক সময়েই অক্সিজেনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে অক্সিজেন পাওয়াটা সমস্যার হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে এবার এগিয়ে এল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে।
মঙ্গলবার ক্লাব তাঁবুতে অলিম্পিয়ান টেবিল টেনিস তারকা মৌমা দাসের প্রেস মিটের সময়েই এই উদ্যোগের ঘোষণা করা হয়। এবং এই উদ্যোগে ক্রীড়া সাংবাদিক ক্লাবকে বিশেষ সাহায্য করেছেন অনুরাগ গুপ্তা। তিনি নিজে দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করেছেন।
সামনেই মরশুম শুরু, আর এই পরিস্থিতিতে অক্সিজেনের প্রয়োজন হলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। এছাড়া ক্লাবের সদস্যরাও এই সুবিধা হবে।
শুধু তাই নয়, যারা ক্লাবের সদস্য নন, তাদের জরুরি ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারে ক্লাবে।