দুঃসংবাদ, ইউরো ২০২০ থেকে ছিটকে গেলেন জলাটান ইব্রাহিমোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক মাস বাদে শুরু হবে ইউরো ২০২০, আর তার আগেই এল এই দুঃসংবাদ। নিজের শেষ ইউরো খেলা আর হল না সুইডেনের সুপারস্টার স্ট্রাইকার জলাটান ইব্রাহিমোভিচের। আর এই খবর ঘোষণা করেছে সুইডিশ জাতীয় দল।
এই নিয়ে সুইডেন ফুটবল নিজেদের টুইটারে সুইডিশ ভাষায় লিখেছে, "শনিবার, জলাটান হেড কোচ জান অ্যান্ডারসনকে জানিয়েছেন যে ওনার চোটের জেরে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে পারবেন না। সুস্থ হয়ে উঠুন জলাটান, আমরা আবার আপনাকে ফুটবল মাঠে দেখতে চাই।"
জানা গিয়েছে, জুভেন্টাসের বিরুদ্ধে এসি মিলানের ৩-০ জয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন ইব্রা, আর সেই চোট অত্যন্ত গুরুতর হওয়ায় সারতে বেশ অনেকটাই সময় লাগবে। যার জেরে ৩৯ বছরের এই ফরোয়ার্ড মিস করবেন ইউরো ২০২০।
এদিকে এসি মিলানের হেড কোচ স্টেফানো পিওলি জানিয়েছেন, ম্যাচের আগে আনফিট ছিলেন ইব্রা। আর এর জেরে চোটের আঘাত বেশ জোরালো হয় ইব্রার পক্ষে। ফলে বলাই যায়, নিজের বিপদ নিজেই ডেকে আনলেন সুইডিশ এই ফরোয়ার্ড।