মরশুম শেষে কঠিন সিদ্ধান্তটি নেবেন জিনেদিন জিদান, রিয়াল ছাড়ার ইঙ্গিত বাড়ছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সেমি ফাইনালে চেলসির কাছে হারের পর থেকে রিয়াল মাদ্রিদের সংসারে চাপানউতোর শুরু হয়েছে, আর এর অন্যতম কারণ হল কোচ জিনেদিন জিদানের বিদায় নিয়ে। রিয়ালের ড্রেসিংরুমের পরিবেশ বুঝিয়ে দিয়েছে, প্রিয় হেডস্যার আর হয়ত থাকতে চাইছেন না।
একাধিক রিপোর্ট অনুযায়ী, রিয়ালে কার্যত ক্লান্ত ও বিরক্ত হয়ে উঠেছেন জিদান। একটানা ম্যাচ, চোট-আঘাত এবং নানা সমালোচনায় বিরক্ত জিদান। এবং এই কারণে মরশুম শেষে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টের সাথে বসতে চান জিদান। ২০২২ সাল অবধি চুক্তি থাকলেও রিয়ালে ভবিষ্যৎ নিয়ে এই মরশুমেই সিদ্ধান্ত নিতে চান জিদান। এবং সেই কারণে অপেক্ষায় রয়েছেন প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ।
এদিকে একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত জিদানের লক্ষ্য লা লিগা জয়। এই মুহুর্তে লিগ জয়ের ত্রিমুখী লড়াইয়ের অংশ রিয়াল। আর তাই লা লিগার ফলাফল কার্যত নির্ভর করছে এই কিংবদন্তী ফুটবলারের ভবিষ্যৎ।