এই দুই দেশের হেড কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জিনেদিন জিদান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর একাধিক হেড কোচ তাদের দেশের দায়িত্ব ছেড়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে হেড কোচ নিয়োগের কাজ শুরু করেছে সে দেশগুলির ফুটবল সংস্থা।
এবং নতুন হেড কোচ নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত বড় নাম হিসেবে উঠে আসছে ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদানের। বেশ কিছু দেশের হেড কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন জিদান। তবে যা খবর, সেগুলি প্রত্যাখ্যান করেছেন তিনি।
ফরাসি পত্রিকা লে একুইপের রিপোর্ট অনুযায়ী, ব্রাজিল, পর্তুগাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জিদান।
যা খবর, জিদানের লক্ষ্য ফ্রান্সের জাতীয় দলের হেড কোচ হওয়ার। কিন্তু শনিবার ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে ঘোষণা করে, ২০২৬ পর্যন্ত ফ্রান্স দলের দায়িত্ব সামলাবেন দিদিয়ের দেশঁ।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পর্তুগাল ও ব্রাজিল দলের দায়িত্ব ছাড়েন যথাক্রমে ফার্নান্দো স্যান্টোস এবং টিটে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হেড কোচ পদ থেকে অব্যাহতি নেন গ্রেগ বেরহল্টার।
এখনও অবধি জাতীয় দলের দায়িত্ব সামলাননি জিদান। তবে ক্লাবস্তরে রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় দুর্দান্ত সাফল্য পেয়েছেন জিদান। পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ও দুইবার লা লিগা রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন জিদান।