রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লেন জিনেদিন জিদান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা সত্যি হল, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লেন জিনেদিন জিদান। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ নিজেদের ওয়েবসাইটে এই খবর প্রকাশ করেছে। বলা ভালো, কয়েক দিন আগে লা লিগার শেষ ম্যাচডেতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লা লিগা খেতাব হেরেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ নিজেদের ওয়েবসাইটে লিখেছে, "আমাদের সময় এসেছে ওনার এই সিদ্ধান্তকে সম্মান জানানো এবং ওনার পেশাদারিত্ব, আবেগ ও উৎসাহকে আমরা শ্রদ্ধা জানাই।"
এবারের মরশুমটি একেবারেই ভালো যায়নি রিয়ালের। অল্পের জন্য লা লিগা না পাওয়া, চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে চেলসির কাছে হার। ১১ বছরে এই প্রথমবার ট্রফিহীন মরশুম কাটাল রিয়াল মাদ্রিদ।
যদিও মরশুমের শেষের দিকেই রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন জিদান। তিনি সাংবাদিক ও খেলোয়াড়দের বলেছিলেন নিজের সিদ্ধান্তের কথা। শেষ অবধি প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্তটি নিয়েই নিলেন জিদান।
এর আগে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক জেতার পর ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছিলেন জিদান। তবে ২০১৯ সালে ফিরে তার পরের বছর রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা জিতিয়েছিলেন জিদান। এখন দেখার, নতুন কোনও চ্যালেঞ্জ নেন কিনা জিদান, নাকি জুভেন্টাস বা ফরাসি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার চেষ্টায় থাকবেন তিনি।